শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার উদ্দেশে আগামীকাল শনিবার (২০ জুলাই) দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগেই হঠাৎ করেই বেশ বড়সড় রদবদল এলো স্কোয়াডে। আগেই নির্বাচকরা ১৪ সদস্যের দল ঘোষণা করে দিলেও, ইনজুরির কারণে সেখান থেকে আজ বাদ পড়লেন দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা ও পেস অলরাউন্ডার সাইফউদ্দীন।
এই দুই পেসার দল থেকে ছিটকে পড়ায় স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। অন্যদিকে, মাশরাফির দলে না থাকায় শ্রীলঙ্কা সফরে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে টাইগার ওপেনার তামিম ইকবালকে।
বিশ্বকাপের আগে থেকেই ইনজুরিতে ভুগছিলেন মাশরাফি। হ্যামস্ট্রিং সমস্যা ছিল তার। এবারো সেই হ্যামস্ট্রিং ইনজুরিতেই পড়েছেন টাইগার দলপতি। অন্যদিকে, সাইফউদ্দীনও বিশ্বকাপের আগে থেকে ইনজুরিতে ভুগছিলেন। সাইড স্ট্রেইন ইনজুরি ছিল তার। এ কারণেই মাশরাফির মতো তিনিও ধরতে পারছেন না শ্রীলঙ্কা সফরের বিমান।
বাংলাদেশের নতুন স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত।