শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
শুক্রবার কলম্বোয় বাংলাদশে সময় বিকাল তিনটায় স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যাতে জয় পেতে মুখিয়ে দুই দল। কারণ, সিরিজ জয়ে রেটিং দুরত্ব বাড়ানোর একটা ব্যাপার-স্যাপার রয়েছে। বর্তমান আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সপ্তমে, শ্রীলঙ্কার অষ্ঠমে। তবে রেটিং পয়েন্টে রয়েছে বিশাল ব্যবধান। সাতে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯০ আর শ্রীলঙ্কার ১০১। সে হিসাবে, বাংলাদেশ যদি লঙ্কানদের বিপক্ষে জিতে যায় তবে তাদের র্যাঙ্কিংয় কোন পরিবর্তন আসবে না। শুধু রেটিং পয়েন্ট যোগ হবে।
হিসাব অনুযায়ী, শ্রীলঙ্কার বিপক্ষে যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতে তবে সফরকারীরা কেবল তিন পয়েন্ট পাবে। আর হারলে খোয়াতে হবে চার রেটিং পয়েন্ট। আর ২-১ ব্যবধানে বাংলাদেশ সিরিজ জিতলে রেটিং পয়েন্টে কোনো পরিবর্তন আসবে না। একই ব্যবধানে সিরিজ হারলে বাংলাদেশ দুই রেটিং পয়েন্ট হারাবে। তবে লঙ্কানদের বিপক্ষে বিগত দিনের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে হলে জয়ের কোন বিকল্প নেই।