শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
গতকাল শুক্রবার জীবনের শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিলেন শ্রীলঙ্কার গতিদানব লাসিথ মালিঙ্গা। গোটা ক্যারিয়ারের মতো শেষ ম্যাচটাও তিনি রাঙিয়ে দেন ৩ উইকেট শিকার করে। বাংলাদেশ ম্যাচটি হেরেছে ৯১ রানের বড় ব্যবধানে। বোলিং আর ফিল্ডিংয়ের মতো ব্যাটিংটাও এদিন যাচ্ছেতাই করেছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। বিশেষ করে দলের অধিনায়ক তথা দেশসেরা ওপেনার তামিম ইকবালের আউট নিয়ে বেশ সমালোচনা চলছে।
মালিঙ্গার করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই কোনো রান না করেই বোল্ড হয়ে যান তামিম ইকবাল। ভয়ংকর একটা ইয়র্কার ছিল ওটা। একদম শেষ মুহূর্তে বাঁক নিয়ে এসে ব্যাটের নিচ দিয়ে ভেঙে দিয়েছে তামিমের স্ট্যাম্প। মালিঙ্গা যে ক্যারিয়ারের শেষ ম্যাচ রাঙ্গাতে চাইবেন, একের পর এক ইয়র্কার দিয়ে যাবেন; সেটা তামিমসহ সবাই জানতেন। কিন্তু তাদের কিছু করার ছিল না। অপর ওপেনার সৌম্য সরকারও শিকার হয়েছেন মালিঙ্গার।
তামিম তাই ম্যাচ শেষে স্বীকার করে নেন নিজের অসহায়ত্ব, ‘শুধু আমি না, সবাই জানত সে ইয়র্কার দিতে যাচ্ছে। কিন্তু এমন কিছু বল আছে, যখন আপনি কিছুই করতে পারবেন না। আমার আউটটা দেখেন, ওই বলটা একদম শেষ মুহূর্তে সুইং করেছে। তখন আসলে কী করা যায়? আমি আমার সর্বোচ্চ করেছি। তৃতীয় বলটাও ইয়র্কার ছিল। খুব ভালো ইয়র্কার ছিল, সেটাও ভালোভাবেই খেলেছিলাম। কিন্তু এর পরেরটা আমার জন্য একটু বেশিই ভালো ছিল। ওই বলটিতে আমি হার মানতে বাধ্য হয়েছি।’