সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ফেনীতে জাহেদ হাসান রনি (২১) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার রাতে ফেনী পৌরসভার গোপাল পট্টির হাবিব চক থেকে তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে ফেনীর র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, র্যাব জানতে পারে একজন গুজবকারী জাহেদ হাসান রনি নামক ফেসবুক আইডি থেকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষ্যে উস্কানিমূলক তথ্য প্রচার করছে। এছাড়াও স্যোশাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে নানা গুজব ছড়ানোর চেষ্টা করছে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম ফেনী শহরের গোপাল পট্টি হাবিব চকের ফয়েজ জুয়েলার্সে অভিযান পরিচালনা করে। এ সময় আসামী জাহেদ হাসান রনিকে আটক করা হয়। রনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ফয়েজ আহাম্মেদের ছেলে।