শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র সাজ্জাদুর রহমান শুভ পানিতে ডুবে নিহতের ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ আর্থিক সহায়তা প্রদান করেছেন ঠাকুরগাঁও সদর ইউএনও আব্দুল্লাহ্-আল-মামুন।
আজ শনিবার (৩ আগষ্ট) বিকেলে তাদের বাসায় গিয়ে সমবেদনা জ্ঞাপনসহ তার বাবা মধু বিক্রেতা দুলাল আলীর হাতে ছেলের দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এসময় নিহতের পরিবারের আত্মীয়-স্বজনসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পুকুরে বন্ধু-বান্ধব সহ গোসল করতে নামে আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সাজ্জাদুর রহমান শুভ। গোসলের এক পর্যায়ে সকলের অগোচরে শুভ পানিতে তলিয়ে যায়।পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা একঘন্টা পানিতে খোঁজাখুঁজির পর তার নিস্তেজ দেহ খুঁজে পায়।পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।