শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
ময়মনসিংহের গৌরীপুর সোমবার (৫ আগষ্ট) সকাল সকাল ১১.০০ টায় সারা দেশের ন্যায় ডেংগু প্রতিরোধে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে সকল পুলিশ বাহিনীর সদস্যগণ থানার অভ্যন্তরে দীর্ঘদিনের গড়ে ওঠা লতা গাছ ও আগাছা কেটেকুটে ডেংগু প্রতিরোধের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান চালায়।
অপরদিকে একই দিনে গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসের ভিতরে ডেংগু প্রতিরোধের পূর্বশর্ত হিসেবে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ডেংগু প্রতিরোধ ও বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার আবদুল ওয়াদুদ। এসময় তার সাথে কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও গৌরীপুর সরকারি কলেজ বিএনসিসি’র ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার পর পরই সরকারি কলেজের অধ্যক্ষের নেতৃত্বে প্রতিষ্ঠানের আঙ্গিনার আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
গৌরীপুর থেকে দিলীপ কুমার দাস ও সানজানা কোয়েল