শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডেঙ্গুজ্বরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু !

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিউল ইসলাম (১৭) নামে এক মাদ্রাসাছাত্র ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে (৬ আগস্ট) মঙ্গলবার ভোরে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

রবিউল উপজেলার নেকমরদ আলসিয়া ভকরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, রবিউল ঢাকার মিরপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। সে গত ২৯ জুলাই ঢাকা থেকে নিজ বাড়িতে আসে এবং ৩০ জুলাই জ্বর নিয়ে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। অসুস্থ রবিউলকে ঢাকায় নিয়ে যাবার আগেই আজ মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

আব্দুর রহিম মেডিকেল কলেজের পরিচালক ডা: আবু মো: খায়রুল কবির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিউলের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com