রবিবার, ২৭ Jul ২০২৫, ০১:১১ অপরাহ্ন
জনি সাহা : প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-২০১৮ নিয়োগ প্যানেলে চায় চাকুরি প্রত্যাশীরা। তাদের দাবি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ তে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ভাইভায় অংশগ্রহণকারী সবাইকে যেন প্যানেল করে অবিলম্বে নিয়োগ দেওয়া হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল বাস্তবায়ন কমিটির ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এসময় জানানো হয়, ২০১৮ সালে প্রাইমারি শিক্ষক নিয়োগে এবারই প্রথম সারা দেশ থেকে ২৪ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ১৮ হাজার ১৪৭ জন চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে প্রায় ৩৭ হাজার ১৪৮ জন নিয়োগ বঞ্চিত হন।