সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। এ আতঙ্ক রয়েছে ভারতও। এদিকে, নোভেল করোনাভাইরাস শরীরে বাসা বেঁধেছে কিনা, তা জানারও সময় দিলেন না এক ভারতীয় রোগী। জয়পুরের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ছিলেন তিনি। কিন্তু তিনি সেই স্থান থেকে পালিয়ে গেছেন। তবে পরে হাওড়া স্টেশনে তিনি ধরা পড়েছেন।
জানা গেছে, রোগটির ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে সুঝিয়ে ওই লোককে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার ওপর নজরদারি আরও বাড়তে চলেছে।
একটি সূত্র জানিয়েছে, ওই যুবক নদিয়ার বাসিন্দা। কয়েক দিন আগে এক ইতালীয় পর্যটকদলের সঙ্গে রাজস্থানের জয়পুরে বেড়াতে গিয়েছিলেন তিনি। ওই দলটির সঙ্গে থাকায় করোনাভাইরাস সংক্রমিত হতে পারেন, এই আশঙ্কায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়। কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবক আইসোলেশন ওয়ার্ডের বাইরে বারবার বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তবে তাতে ব্যর্থ হন। কিন্তু গতকাল দেখা যায়, নিজের বেড থেকে আচমকাই তিনি উধাও। খোঁজখবর করে বোঝা যায়, তিনি হাসপাতাল ছেড়েই পালিয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁর খোঁজ পড়ে। হাসপাতালের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পাওয়ামাত্র পুলিশ তাঁর খোঁজ শুরু করে দেয়। দেখা যায়, জয়পুরের ওই হাসপাতাল থেকে পালিয়ে তিনি হাওড়া স্টেশনে পৌঁছে গেছেন। সেখানেই ধরা পড়েন ওই ব্যক্তি। তাঁর শরীরে করোনা সংক্রমণ হলে, এভাবে বাইরে বেরিয়ে আসা যে কতটা বিপজ্জনক, তা বোঝানো হয় তাঁকে। চিকিৎসকরা বোঝান। এরপর তাঁকে ফিরিয়ে আনা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই ভর্তি করানো হয়।
ওই যুবকের দাবি, ওভাবে কোয়ারেন্টাইনে তিনি থাকতে পারছিলেন না। তাই বেরিয়ে এসেছেন। তবে এই অবস্থায় পর্যবেক্ষণে থাকাই যে সবচেয়ে ভালো, তা তিনি বুঝতে পারেননি। খবর দেওয়া হয়েছে যুবকের পরিবারকে।