সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে চার হাজার তিনশ ১৪ জন এবং এরই মধ্যে মারা গেছে একশ ১৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের। অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যাও এক লাফে বেড়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন। যা একদিনে সর্বোচ্চ। সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০ জন। মৃতের সংখ্যা তিনজন এবং সুস্থ হয়েছেন ১০ জন।
আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ছয়শ ৯০। গত ১৫ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সেই রাজ্যে। নতুন আক্রান্তের সংখ্যা ২০০ জন। মৃত্যুর হিসাবেও শীর্ষস্থানে মহারাষ্ট্র। সেখানে মৃত্যু হয়েছে ৪৫ জনের।
আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। পাঁচশ ৭১ জন আক্রান্ত হয়েছে ওই রাজ্যে। মৃত্যু হয়েছে পাঁচ জনের। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে মোট আক্রান্ত ৫০৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিল্লির পর রয়েছে, তেলাঙ্গানা (৩২১), তার পর কেরালা (৩১৪), রাজস্থান (২৫৩), উত্তরপ্রদেশ (২২৭), মধ্যপ্রদেশ (১৬৫), কর্নাটক (১৫১), গুজরাট (১২২)।