সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক: সৌদি রাজ পরিবারের ১৫০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পারিবারিক সূত্রের বরাতে এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
খবরে বলা হয়, রাজ পরিবারের এসব সদস্যদের চিকিৎসার জন্যে বিশেষ হাসপাতালের ৫০০ শয্যা প্রস্তুত করা হচ্ছে। সেখানে চিকিৎসকদের সব ধরনের সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। গত বুধবার রাতে এ বিষয়ে ভিআইপিদের চিকিৎসার জন্যে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। কিং ফাহাদ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ওই বার্তায় সব জ্যেষ্ঠ চিকিৎসকদের সতর্ক থাকতে ইতোমধ্যে নির্দেশনা জারি করেছেন।
সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৩২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে তিন হাজার ১২২ জনে।