শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: কোয়ারেন্টিন শেষে ১৮ মে থেকে অনুশীলনে যোগ দেবেন তিনি। ইতালি ফিরলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই মাস আগে মায়ের অসুস্থতার কারণে তার সাথে দেখা করতে পর্তুগালের মাদেইরাতে গিয়েছিলেন সিআর সেভেন। এর মধ্যে করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে ফুটবল বিশ্ব।
গেল মার্চ মাস থেকে নেই ঘরোয়া বা আর্ন্তজাতিক কোন রকমের ফুটবল। ব্যক্তিগত উড়োজাহাজে তুরিনে ফিরেছেন এই পর্তুগিজ তারকা। তবে এসেই ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হয়েছে রোনালদোকে।
করোনার প্রকোপ কিছুটা কমার পর ফুটবল ফেরানোর তোড়জোড় চলছে ফুটবল পাগল ইউরোপিয়ান দেশগুলোতে। ইতালিতে অনেক ক্লাবেই ব্যক্তিগত অনুশীলন শুরু হয়ে গেছে।
আগামী ১৮ মে থেকে দলীয়ভাবে অনুশীলন শুরু করতে পারে দলগুলো। রোনালদোর কোয়ারেন্টিনও শেষ হবে সেদিন।