রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

করোনায় অস্থির ব্রাজিল, নতুন স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: সারাবিশ্ব জুড়ে চলছে করোনার প্রকোপ। এরই মধ্যে করোনার হটস্পট হয়ে উঠেছে ব্রাজিল। আর এই সংকটজনক পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নেলসন টেইক। শুক্রবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।

দায়িত্ব গ্রহণের ১ মাস না পার হতেই পদত্যাগ করলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী। করোনাভাইরাস সংকট মোকামেলা নিয়ে প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর সঙ্গে মতবিরোধের জের ধরে পদত্যাগ করেছেন নেলসন টেইক। গেল ১৬ এপ্রিলে করোনাভাইরাস মোকাবেলা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জেরে বরখাস্ত হন স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মেনদেতা। এরপরই দায়িত্ব নিয়েছিলেন নেলসন টেইক। এবার তিনিও ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সোক্লোরোকুইন ব্যবহারের আপত্তি জানালে প্রেসিডেন্টের সাথে তার বিরোধ শুরু হয়। এ নিয়ে ব্রাজিলে পর পর দুই স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হল।

শুরু থেকেই করোনাকে হালকা করে দেখছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজার ৯৯১ জন এবং মারা গেছে ১৪ হাজার ৯৬২ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com