রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র্যাগিং বন্ধ করতে মানববন্ধন করেছে আওয়ামী পন্থী সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সদস্যরা।
উপাচার্য ভবনের সামনে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবীরের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। সিনেট সদস্যদের পাশাপাশি শিক্ষকরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলামের ব্যর্থতার কারণে বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। কিন্তু প্রশাসন র্যাগিং বন্ধ করতে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অবিলম্বে র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানান তারা।
উল্লেখ্য গত শুক্রবার সিনিয়র শিক্ষার্থীদের র্যাগিংয়ের শিকার হয়ে নবীন শিক্ষার্থীর মানসিক ভারসাম্য হারানোর ঘটনা ঘটেছে।
ভুক্তোভোগী শিক্ষার্থী মোঃ মিজানুর রাহমান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষে ভর্তি হয়েছে। মিজানুরের বন্ধুরা জানায়, শুক্রবার দুপুরে বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থীরা তাদের (৪৭তম আবর্তন) সাথে পরিচিত হওয়ার নামে শারীরিক ও মানসিক নির্যাতন করে তাকে।
এ বিষয়ে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, জড়িতদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।