শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: মহামারী করোনা ভাইরাসের কারণে থমকে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। করোনার কবলে স্থগিত হয়েছে বাংলাদেশেরও বেশকিছু হোম ও অ্যাওয়ে সিরিজ। এর মধ্যে অন্যতম নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে টেইলর-উইলিয়ামসনদের দেশে সিরিজ খেলতে যাবে টাইগাররা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া হয়েছে। কিছুদিন আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে চারটা সিরিজের কথা জানিয়েছে তার মধ্যে আমাদেরও একটা ট্যুর রয়েছে। এটা আগামী বছর ফেব্রুয়ারির দিকে হবে, সেভাবেই পরিকল্পনা রয়েছে।’
নিউজিল্যান্ড সিরিজ ছাড়া বাংলাদেশের আরও কিছু সিরিজ স্থগিত হয়েছে। সেসব সিরিজ আয়োজনের চেষ্টাও চালাচ্ছে বিসিবি। এ জন্য দ্রুতই বাকি ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করবে বিসিবি।
বিসিবি সিইও বলেন, ‘আপনারা জানেন যে আমাদের এখন পর্যন্ত চারটা সিরিজ স্থগিত হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজগুলোর বাইরে একটি টেস্ট বাকি ছিল, পাকিস্তানের সঙ্গে। যেহেতু মাত্র একটি টেস্টের ব্যাপার সেক্ষেত্রে আমাদের অল্প সময়ের একটা উইন্ডো দরকার হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে আমরা এটা ঠিক করব আশা রাখি। বাকিগুলোও সময় বুঝে আয়োজন করা হবে।’