সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ‘অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব’ আখ্যা দিয়ে চার বছরের স্নাতক শেষে শিক্ষার্থীদের র্যাগ ডে’কে নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘র্যাগ ডে’ উদযাপন নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার (২রা সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
র্যাগ ডে নিষিদ্ধের কারণ হিসেবে, একে নিষ্ঠুর, অমানিবক ও বিশ্ববিদ্যালয়ের নীতি বর্হিভূত অনুষ্ঠান হিসেবে আখ্যা দেয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালেয়র প্রতিটি অনুষদে ‘ইথিক্যাল রিভিউ কমিটি’ গঠন করার সিদ্ধান্ত হয়।এ ছাড়া স্বাস্থ্যিবিধ অনুসরণ করে সমন্বিতভাবে অসমাপ্ত পরীক্ষাসমূহ গ্রহণ ও চুড়ান্ত ফলাফল প্রকাশের অনুমতি দেয়া হয়।