শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস এবার পিছু নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইর। ফ্রান্সের এই ক্লাবের তিনজন তারকা করোনা পজিটিভ হয়েছেন। এই তালিকায় আছেন নেইমার, ডি মারিয়া ও লিয়েন্দ্রো পারদেস।
এই তিনজনই ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে জমাট পার্টি শেষে ফিরেই তারা করোনায় আক্রান্ত হন।
এই তিনজনই এখন সাত দিন কোয়ারেন্টিনে কাটাবেন। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া লিগ ওয়ানে লেন্সের বিরুদ্ধে ম্যাচটি তারা নিশ্চিতভাবেই মিস করছেন।
কয়েক দিনের মধ্যে পিএসজি’র সব খেলোয়াড়দের আরেকবার করোনা টেস্ট করা হবে।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজি’কে তুলে আনতে দারুণ ভূমিকা পালন করেছিলেন এই তিন তারকা। লিসবনের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে যায় পিএসজি।
বার্সা আবারও নেইমারকে দলে ফেরত পাবার জন্য আগ্রহ দেখিয়ে ছিল। কিন্তু নেইমার সাফ জানিয়ে দিয়েছেন- সামনের মৌসুমটাও তিনি পিএসজিতেই কাটাতে চান। আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলতে চান। এবার আর ফাইনাল থেকে কান্না নয়, ট্রফি নিয়েই ফিরতে চান ব্রাজিলের এই তারকা।