স্বজন মজুমদার: সাত দিনের ‘কঠোর বিধিনিষেধের’ দ্বিতীয় দিন আজ শুক্রবার। ভোররাত থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীতে থেমে থেমে হালকা থেকে ভারী বর্ষণ হচ্ছে। ফলে গতকালের চেয়ে আজ রাস্তায় মানুষ, রিকশা ও ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছেগতকাল বৃহস্পতিবার থেকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমাতে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আরোপিত এ বিধিনিষেধ প্রতিপালনে কঠোর আইনশৃঙ্খলা বাহিনীও।
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) শুরু হয়েছে সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’। আজ এর দ্বিতীয় দিন চলছে। গতকাল রাজধানীর ফাঁকা সড়কে জরুরি প্রয়োজনের গাড়ি চলেছে। ব্যক্তিগত কিছু গাড়ির ঠিকানা হয়েছে পুলিশের রেকারে। আর লকডাউনের আওতামুক্ত ত্রিচক্রযান রিকশা বীরদর্পে ওঠে ভিআইপি সড়কে। প্রধান প্রধান সড়কে এমন কড়াকড়ি দেখা গেলেও রাজধানীসহ সারা দেশের পাড়া-মহল্লার ছবি ছিল একেবারেই উল্টো। অলিগলিতে বেশ জমেছিল চায়ের কাপের আড্ডা।
তবে আজ চিত্র অনেকটাই আলাদা। একদিকে, ভোররাত থেকেই রাজধানীতে চলছে অঝোর ধারায় বৃষ্টি। এছাড়া সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় রাস্তাঘাট প্রায় জনশূন্য। ব্যক্তিগত যানবাহনও তেমন একটা দেখা যায়নি। বিভিন্ন সড়কে অল্প কিছু রিকশা, মাইক্রোবাস, ট্রাক,কার্ভাড ভ্যান, পিকআপ চলাচল করতে দেখা গেছে।
বৃষ্টির কারণে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তেমন একটা চোখে পড়েনি রাজধানীতে। তবে কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।