বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: আবার বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের অন্যতম খলনায়ক প্রকাশ রাজ। তাও ছেলের অনুরোধে। কিন্তু তিনি বিয়ে করলেন কাকে? এ নিয়ে রয়েছে চমক। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার ছিল প্রকাশ রাজের ১১তম বিবাহবার্ষিকী। এই দিনেই তিনি নিজের স্ত্রী পনি ভর্মার সঙ্গে আবারও বিয়ে সারলেন।
টুইটারে বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আজ রাতে আমরা ফের বিয়ে করলাম, কারণ আমাদের ছেলে এ বিয়ের সাক্ষী থাকতে চেয়েছে।’ এরপর নিজের স্ত্রীকে বিয়ে করে আংটি পরিয়ে দেন প্রকাশ।
এর আগে ২০১০ সালের ২৪ আগস্ট পনি ভর্মাকে বিয়ে করেন প্রকাশ রাজ। যদিও পনি ভর্মাই তার প্রথম স্ত্রী নন। ১৯৯৪ সালে ললিতা কুমারিকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়।
এদিকে প্রকাশের প্রথম পক্ষের দুই সন্তান মেঘনা এবং পূজার সঙ্গেও দারুণ সম্পর্ক পনির। তারাও বাবার বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে এসেছিল।