সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
খালেদা আক্তার কল্পনা: আগামী ২৪ নভেম্বর সারাদেশের সব স্কুলে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশ নিতে হবে নির্বাচনী পরীক্ষায়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড সচিব অধ্যাপক তপন কুমার সরকার শনিবার (৬ নভেম্বর) এই বিষয় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৌলিক বিষয়ের ওপর স্কুলের বার্ষিক পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের ওপর লিখিত পরীক্ষা হবে। অন্য বিষয়গুলো মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। এরই ভিত্তিতে মাধ্যমিকের শিক্ষাথীদের মূল্যায়ন এবং বার্ষিক ফল ঘোষণা করা হবে।
বার্ষিক পরীক্ষা নেওয়া হবে ৩ বিষয় মেনে-
১. বাংলা, ইংরেজী ও সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা নিতে হবে;
২. পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের;
৩. প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট।