বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির নামে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় ঘাতক গাড়িটির চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। প্রাথমিকভাবে তার নাম জানানো হয়নি।
শুক্রবার (২৬ নভেম্বর) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহসান কবির নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ঘাতক গাড়িচালককে আটক করা হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির সামনে ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খান নিহত হন।