সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: প্রকাশ করা হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩.৫৮ শতাংশ। এর মধ্যে এসএসসিতে পাসের হার ৯৪.০৮ শতাংশ, দাখিলে পাসের হার ৯৩.২২ শতাংশ, কারিগরিতে পাসের হার ৮৮.৪৯ শতাংশ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ভার্চুয়ালি যুক্ত হয়ে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় সবার কাছে অনলাইনে ফল পৌঁছে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ঢাকা বোর্ডে পাসের হার ৯০.১২ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৯৬.৭৮ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৯০.১৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৭ শতাংশ, রাজশাহীতে বোর্ডে পাসের হার ৯৪.৭১ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৯৩.০৯ শতাংশ।