শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: শ্রীদেবীর মৃত্যুর পর শোকে ভেসেছে ভারত। শ্রীদেবীর পরিবারের সদস্যরাও সামাজিকমাধ্যমে তাদের শোকের কথা জানিয়েছেন।
কিন্তু শুরু থেকে চুপ ছিলেন শ্রীলতা। তার ওপর সম্পত্তি নিয়ে বিবাদের জেরে শ্রীদেবীর জীবনকে মামলায় জড়িয়ে বিষিয়ে তোলার অভিযোগ আছে শ্রীলতার বিরুদ্ধে। সব মিলিয়ে নিদারুণ সমালোচনার মুখে পড়েন শ্রীলতা। একপর্যায়ে মুখ খোলারও ঘোষণা দেন তিনি।
কিন্তু শ্রীদেবীর মৃত্যুর পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও চুপ করে আছেন বোন শ্রীলতা। শ্রীদেবীর সঙ্গে দুবাইয়ে শেষ কয়েক দিন যারা ছিলেন, তাদের অন্যতম ছিলেন তিনি। তাই মুখ খোলার কথা বলেও শ্রীলতার চুপ থাকা নিয়ে অনেকে অবাক হয়েছেন।
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শ্রীলতাকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তাকে শ্রীদেবীর শেষকৃত্যসহ গোটা প্রক্রিয়া থেকেও দূরে থাকতে বলা হয়েছে।
শোনা যাচ্ছে, শ্রীদেবীর চেন্নাইয়ের পুরো বাংলোটিও শ্রীলতাকে দেয়া হচ্ছে। কেন হঠাৎ শ্রীদেবীর সম্পত্তি শ্রীলতাকে দেয়া হচ্ছে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।