সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী বছরের এপ্রিলে এসএসসি পরীক্ষা ও জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উভয় পরীক্ষায় অনুষ্ঠিত হবে ১৮০ দিনের সংক্ষিপ্ত সিলেবাসে। অর্থাৎ ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা যে সিলেবাসে অংশ নিবেন ২০২৩ সালের পরীক্ষায়ও একই সিলেবাস কার্যকর হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস সংক্রান্ত বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের ওই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস নেয়া হবে। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলে। এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস চলবে মার্চ পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসে।
দীপু মনি বলেন, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের আমরা পূর্ণ ক্লাস নিতে পারছি না। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীরা এসএসসিতেও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়ে এসেছেন। তাই তাদের এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে।