ঢাকা থেকে ৬৭ জন যাত্রী নিয়ে নেপালগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি প্লেন কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেষ আচার্যের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ওই প্লেন থেকে ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তাকর্মী ও নেপাল সেনাবাহিনী সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
ইউএস-বাংলার জনসংযোগ শাখার জিএম কামরুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়েছি, কিছুক্ষণ আগে ঢাকা থেকে কাঠমন্ডুগামী একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়েছে। এ বিষরয়ে বিস্তারিত তথ্য আমরা পরে জানাতে পারব।”
ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ ঢাকার শাহজালাল থেকে রওনা হয় বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৩ মিনিটে। নেপাল সময় বেলা ২টা ২০ মিনিটে কাঠমান্ডুতে নামার সময় সেটি দুর্ঘটনায় পড়ে।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেষ আচার্যের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ওই প্লেন থেকে ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তাকর্মী ও নেপাল সেনাবাহিনী সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।