শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে এনসিপি ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে-৫ গার্ডিয়ান লাইফের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত খেলনায় বিপজ্জনক মাত্রার সীসা: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ফ্রি ইন্টারনেট ডে’ আজ, যেভাবে বিনামূল্যে পাবেন ১ জিবি জুলাই গণঅভ্যুত্থানের  স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেরপুরের শ্রীবরদীতে জাল সনদে শিক্ষকের উচ্চতর গ্রেড, বেতন ফেরতের নির্দেশ ভূয়া জুলাই যোদ্ধা গেজেটভূক্ত হওয়ায় নেত্রকোনায় সংবাদ সম্মেলন লালমনিরহাটে নার্সারী বাগান করে তরুণ উদ্যোক্তারা স্বাবলম্বী সৌদিতে মুদি দোকানে যেসব পণ্য বিক্রি নিষিদ্ধ হলো
ঝিনাইদহের আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে

ঝিনাইদহের আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে

শেখ ইমন,ঝিনাইদহ: আবহাওয়া অনুকূলে থাকায় এবার ঝিনাইদহে আমের ভালো ফলন হয়েছে। ফলে স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি এবার ইউরোপের বিভিন্ন দেশে আম রফতানি করা হয়েছে। রফতানির সম্ভাবনা থাকায় স্থানীয়দের মাঝে আম চাষে আগ্রহ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
জেলার কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, আম্রপালি, ল্যাংড়া, হিমসাগরসহ বাহারি মিষ্টি স্বাদের আম গাছে গাছে ঝুলছে। জৈব বালাইনাশকের মাধ্যমে আমের আবাদ করেছেন এ এলাকার কৃষক। সম্প্রতি দুই টন আম রফতানি করেছেন এখানকার চাষীরা।আমবাগানি সাইদুল ইসলাম বলেন, আবহাওয়া ভালো থাকায় এ বছর আমের ফলন ভালো হয়েছে। এবার আমরা আমের দামও ভালো পাচ্ছি। বর্তমানে প্রতি কেজি আম জাতভেদে ৫০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এবার আমাদের উপজেলা থেকে বিদেশে আম পাঠাতে পারছি। এতে বেশ ভালো মুনাফা আসছে।

হাসান আলী নামের আরেক বাগানি বলেন, এবার আমের ফলন হওয়ায় বাগানিরা লাভের মুখ দেখছেন। তার ওপর বিদেশে আম পাঠাতে পেরে বাড়তি লাভ যুক্ত হচ্ছে। আগামীতে রফতানি আরো বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় আমচাষীরা।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আজগর আলী বলেন, ঝিনাইদহ জেলা থেকে এবারই প্রথম আম রফতানি শুরু হলো। এ বছর ঝিনাইদহে ১ হাজার ৬২৮ হেক্টর জমিতে ৬ হাজার ৪৪৬টি বাগানের মাধ্যমে আমের আবাদ হচ্ছে। এসব বাগান থেকে প্রায় ৫ হাজার টন আম উৎপাদিত হওয়ার সম্ভাবনা আছে। আমের ভালো ফলন পেতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আগামীতে যেন আরো আম রফতানি করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com