রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০৯
 নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো গ্রাফিতি, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা।
১৭জুলাই বৃহস্পতিবার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক খোকন, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজর আশরাফুল আলম সিদ্দিকী, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান ও সহকারী প্রধান শিক্ষক পঙ্কজ কুমার পাল প্রমুুখ।
সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবকে সকলকে ধারণ করতে হবে। এ বিপ্লবে শহীদদের স্মরণ করতে হবে। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে। তাদের অবদান যেন আমরা ভুলে না যাই। জুলাই বিপ্লব ইতিহাসের পাতায় চির স্মরণীয় হয়ে থাকবে। জুলাই বিপ্লবের চেতনায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই যেন না হারিয়ে যায় সবাইকে সজাগ থাকতে হবে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com