শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন
কুয়েত থেকে রবিউল হক: কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান বাংলাদেশি হাফেজ আবু রাহাতকে সংবর্ধনা দিয়েছে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা। উল্লেখ্য, কুয়েত আমিরের তত্ত্বাবধানে ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১৭টি দেশ গত ১৯ অক্টোবর বুধবার কোরআন প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। কুরআন প্রতিযোগিতায় ১১৭টি দেশের মধ্যে ৩য় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হক বলেন–আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার আমরা গর্বিত ১১৭ দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের প্রতিযোগী আমরা সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা এবং উপহার সামগ্রী দিয়েছি।
বিশ্বের কাছে বাংলাদেশের লাল সবুজের পতাকা এই হাফেজরা তোলে ধরছে। বাংলাদেশ ছোট হলেও বর্তমান বিশ্বে বাংলাদেশে হাফেজের সংখ্যা সবচেয়ে বেশি আলেমরা তাদের অধিকার হতে বঞ্চিত অথচ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে আলেমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করে যাচ্ছে বাংলাদেশ সরকার বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় ছাত্রদের পড়ালেখার জন্য বিশেষ নজর রাখবে সেই আশা করছি।
কুয়েত শাখার সভাপতি কাওছার সিকদার বলেন– বিশ্বজয় করা খেলোয়ারদের সরকার যেভাবে সুযোগ-সুবিধা দিয়ে থাকেন কোরআন প্রতিযোগিতায় বিশ্ব জয় করা হাফেজদের কেউ যথাযোগ্য সম্মানের সহিত পুরস্কৃত করার জন্য। এতে করে প্রতিটি সন্তানের বাবা-মা উৎসাহিত হবে তার সন্তানকে কোরআনে হাফেজ তৈরি করার জন্য।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম সহ- সভাপতি কুয়েত শাখা, আমানউল্লাহ আমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কুয়েত শাখা, রতন হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক কুয়েত শাখা, মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক কুয়েত শাখা, আসাদুল ইসলাম অর্থ বিষয়ক সম্পাদক কুয়েত শাখা, সাইফুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ