বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে এক মহিলার মৃত্যু

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৭৯

সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদ : সাতক্ষীরার কলারোয়ার ধান ঝাড়া মেশিনের বৈদ্যুতিক তারের স্পর্শযুক্ত গেটে হাত লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । মৃত্যুবরণকারী চারুবালা (৭০) কলারোয়া উপজেলার ১২নং যুগিখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামের প্রয়াত সন্তোষ বিশ্বাসের স্ত্রী।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘরের লোহার দরজা খোলার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই বাড়ির রামপ্রসাদ বিশ্বাস গণমাধ্যমকে জানান, চারুবালা তার বাড়ির বারান্দায় থাকা লোহার দরজা খুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে মারাত্মক আহত হয়। পরে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি তিন সন্তানের জননী। এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুমায়ূন রশীদ তুষার জানান, মৃত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ঘটনাটি কলারোয়া থানাকে জানানো হয়েছে বলে তিনি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com