সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার খাতায় প্রেমের কবিতা ও পঙ্ক্তি লিখে রেখেছে শিক্ষার্থীরা। এতে রীতিমতো বিস্মিত হয়েছেন শিক্ষকরা।
অনেকে পরীক্ষার খাতাকে প্রেম প্রকাশের মাধ্যম বানিয়েছে। আবার অনেকে শিক্ষকদের কাছে ভালো নাম্বার দাবি করেছে।
দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় নকল রুখতে প্রথম থেকেই আটঘাট বেঁধে নেমেছিল ভারতের উত্তরপ্রদেশ সরকার। পরীক্ষার হলে নকল রুখতে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছিল।
ফলে দেখা যায়, প্রায় ১০ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এখানেই অবশ্য শেষ নয়। উত্তরপ্রদেশের অনেক শিক্ষকই পরীক্ষার খাতার মধ্যে টাকা পেয়েছিলেন। এবার পাওয়া যাচ্ছে প্রেমের বিভিন্ন কবিতা ও পঙ্ক্তি। উত্তরপত্র খুললেই ‘পূজা আমি তোমায় ভালোবাসি’!