রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
জামালপুর থেকে ফারুক:
জামালপুর পৌসভার অন্তর্গত গত কয়েকদিন পূর্বে রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে জামালপুর সরকারী নিয়ম-নীতি না মেনে মেহগনি গাছ কর্তন করেছে।তার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকার মত। প্রধান শিক্ষক মোঃ আনিছুজ্জামান আনিছ কে জানতে চাইলে স্কুল কমিটির সভাপতি,বন বিভাগ ও পরিবেশ অধিগপ্তরের অনুমতি/জানায়ছেন কি তা সম্ভব না ।
যদিও এ বিদ্যালয়ে দীর্গদিন মেনেজিং কমিটি ছিল না,ইতি পূবে আহবায়ক কমিটি হলেও তাও অন্তরবর্তী সরকার বিলুপ্ত সভাপতির পদ ডিসি প্রশাসন তাকে জানানো প্রয়োজন বোধ মনে করে নি। এ রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চ বিঃ জামালপুর দেড় একর সমতল ভূমি মাটি কেটে ২ টি পুকুর করলেও এ আয় স্কুলে জমা হয় না।ইতি পূর্বে সরকারী বই ৩০০ কেজির অবৈধ বিক্রয় করার জেলা শহরে সমালোচনার সম্মুখিন হলেও তার এই অনিয়ম সচেতন মহলে প্রশ্ন বিদ্ব দাড়িয়েছে।
তাই সচেতন সমাজের মনে করছে,এখন মূখ্য সময় অন্তর্বতীকালীন সরকারের দূর্নীবাজ প্রধান শিক্ষক মোঃ আনিছুজ্জামান আনিছকে অপসারন দাবী ডিসি প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া।