রবিবার, ০৬ Jul ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

বিজয় দিবসের রাতেই জাতীয় পতাকা অবমাননা!

বিজয় দিবসের রাতেই জাতীয় পতাকা অবমাননা!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের রাতেই জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘরে অবস্থিত প্রফেসী কিন্ডারগার্টেনের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন করলেও রাতেও পতাকাটি উড়তে থাকে। যদিও, বাংলাদেশের পতাকা বিধিমালার ধারা ৮ এর অনুচ্ছেদ ১ অনুযায়ী জাতীয় পতাকা শুধুমাত্র সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত রাখার বিধান রয়েছে। তবে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের গভীর রাতেও প্রফেসী কিন্ডারগার্টেন কর্তৃক উত্তোলিত জাতীয় পতাকাটি উড়তে দেখা গেছে। জাতীয় পতাকার এমন অবমাননায় সচেতন নাগরিক মহলে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তারা বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই জাতীয় পতাকা পেয়েছি। এ পতাকার অবমাননা মেনে নেওয়া যায় না। স্কুল চলাকালে রাতের বেলা জাতীয় পতাকা উড়ছে এটা কর্তৃপক্ষের অবহেলা। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, অনুমোদনহীন প্রফেসী কিন্ডারগার্টেনের বিরুদ্ধে ইতোপূর্বেও শিশু শিক্ষার্থীদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো ও সরকারি ছুটির দিনে শ্রেণী কার্যক্রম পরিচালনা সহ নানা অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩ অনুযায়ী কিন্ডারগার্টেনের নিবন্ধন বাধ্যতামূলক হলেও দীর্ঘদিন ধরে নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে কিন্ডারগার্টেনটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com