সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

কুড়িগ্রাম উলিপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৩

রফিকুল ইসলাম রফিক:
কুড়িগ্রামের উলিপুর ধামশ্রেনী ইউনিয়ন এ-র উলিপুর টু রানীগঞ্জ রোডস্থ শুড়ীরডারা ব্রীজ মোড়ে অটোরিকশার ধাক্কায় ৮ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। এ-ই হৃদয় বিদারক ঘটনা ১৭/১/২৫ ইং তারিখ শুক্রবার আনুমানিক বিকাল ৪ টার দিকে সংঘটিত হয়ে। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন নিহত কিশোরী শুড়ীরডারা এলাকার এজাবুলের মেয়ে। সে বাবার সাথে বিস্কুট কেনার জন্য শুড়ীরডারা ব্রীজ মোড়ে আসে। এ সময় রানীগঞ্জ থেকে উলিপুরমুখী একটি অটোরিকশা অতিরিক্ত গতিতে আসতে থাকে এবং মোড়ে এসে কন্ট্রোল হারিয়ে কিশোরীর গায়ের উপর উল্টে পরে। ঘটনাস্থলে কিশোরী মারা যায়। উত্তেজিত এলাকাবাসী অটো রিক্সাটিকে আটকে দেয় কিন্তু অটো চালক পালিয়ে যান । দুর্ঘটনার খবর পেয়ে উলিপুর থানা পুলিশ প্রশাসন ঘটনা স্থলে তাৎক্ষণিক উপস্থিত হন। এদিকে আদরের শিশু সন্তান হারিয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এ-সব অনিয়ন্ত্রিত যানবাহন অটো, নসিমন, করিমন, ট্রাক্টর যাদের কোন রুট পারমিট ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com