নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোণায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ে এক নারীর মৃত্যু হয়েছে।রবিবার(২৯ জুন) সকালে বাংলা এলাকায় হাওড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দূর্ঘটনাটি ঘটে।
নেত্রকোনা রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাস্টার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৪ টায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেন বাংলা-ঠাকুরাকোনা লিংক ব্রিজের কাছাকাছি পৌঁছালে ট্রেনে কাটা পড়েন অজ্ঞাত পরিচয়ের এক নারী। তবে জনশূন্য এলাকায় ট্রেনে কাটা পড়ায় সকাল সাড়ে দশটায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে মোহনগঞ্জ জিআরপি পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ঠাকুরাকোনা ষ্টেশনে হস্তান্তর করে।
এখনোও মরদেহটি কোনো পরিচয় সনাক্ত করা যায়নি। বিকেলে হাওড় এক্সপ্রেস ট্রেনের ফিরতি যাত্রায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ জংশনে পাঠানো হবে এবং মরদেহের সুরতাল শেষে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।