রবিবার, ২৭ Jul ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া, প্রতিবেদক:
বাংলাদেশে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এক তরুণ প্রযুক্তিপ্রেমী—মোঃ মিনহাজুল ইসলাম। তিনি একজন উদ্যমী আইটি উদ্যোক্তা ও তথ্যপ্রযুক্তি সচেতনতাবিষয়ক কর্মী হিসেবে পরিচিত। বিশেষ করে সাইবার সিকিউরিটি ও অনলাইন নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেই তার অবদান উল্লেখযোগ্য।
তরুণ বয়স থেকেই প্রযুক্তি বিষয়ে আগ্রহী মিনহাজুল ইসলাম অনলাইন মাধ্যমে নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ব্যক্তিগত উদ্যোগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, হ্যাকিং ও ভুয়া অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান করে থাকেন।
তার নেতৃত্বে অনেকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি, মিনহাজুল নিয়মিত অনলাইন সেমিনার, কর্মশালা ও ডিজিটাল সচেতনতামূলক প্রচারণায় অংশগ্রহণ করেন, যাতে তরুণ প্রজন্ম নিরাপদ ডিজিটাল আচরণে উৎসাহিত হয়।
তিনি মনে করেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও কার্যকর ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে ভবিষ্যতে তিনি তরুণদের প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদান, নিরাপত্তা কৌশল শেখানো এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করতে আগ্রহী।