মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ের নদীগুলোতে ক্ষতিকর গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশী মাছের প্রজনন, জীব বৈচিত্র্য ও পরিবেশ জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ কুড়িগ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু লালমনিরহাটের ব্যস্ত সড়কে ঢাকনা ভাঙা ম্যানহোল! রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ আগামী ১৫ সেপ্টেম্বর লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মানে বাঁধা! পড়ায় উৎসাহ জোগাতে রাষ্ট্রীয় স্বীকৃতি: ৩৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা রাকাব, রংপুর বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত রূপগঞ্জে ময়না তদন্তের জন্য এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক:

সোমবার (২৮ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিনে বৈঠকের শুরুতেই ওয়াকআউট করে বিএনপি।

জানা গেছে, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত বিধানের আলোচনার সময় এ বৈঠক থেকে সরে যায় দলটি।

বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “আজ যেসব বিষয় আলোচনায় এসেছে, সেগুলো নিয়ে মতভেদ রয়েছে। তবে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে। অমীমাংসিত বিষয়গুলোতে সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।”

তিনি জানান, কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো বহুবার সংশোধন ও পরিবর্তন করা হয়েছে, যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলা যায়। ইতোমধ্যে ১২টি বিষয়ে একমত হওয়া গেছে। বাকি বিষয়গুলো নিয়েও একমত হওয়ার চেষ্টা চলছে, যেন ভবিষ্যতে আর অস্থিতিশীলতার মুখে না পড়তে হয়। “আমরা এমন একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথে দিকনির্দেশনা দেবে,”—বলেন আলী রীয়াজ।

এর আগে ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ জানিয়ে ঐকমত্য সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করে সিপিবি, জাসদ ও বাসদ।

ওইদিন সংলাপ শুরু হতেই সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com