সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে ৬টি সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব ও বিভিন্ন দপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা এসব সমঝোতা স্মারকে সই করেন।এর আগে সোমবার সকাল ১০টায় একই স্থানে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়। বৈঠক চলে দুপুর ১২টা পর্যন্ত।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। অন্যদিকে, ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। এ ছাড়াও এ বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।
এদিকে, বেলা ২টায় রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের (আইপিএজি) উদ্যোগে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন গোখলে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, গতকাল রোববার বিকেল ৪টা ২০মিনিটে প্রথমবারের মতো বাংলাদেশে পরিচিতমূলক সফরে আসনে ভারতের নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসা বিজয় কেশব গোখলে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা তাকে বিমানবন্দরে স্বাগতম জানান।
জানুয়ারির শেষ দিকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসা গোখলের এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।