শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি: মাদক, জমি দখল ও নারী কেলেঙ্কারিতে আলোচিত মোতালিব র‌্যাব-১ এর হাতে গ্রেপ্তার সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গর্জে উঠল গাজীপুর সাংবাদিক তুহিন হত্যা: প্রধান আসামি কেটু মিজানসহ গ্রেপ্তার ৭ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতক্ষীরায় মানববন্ধন ‘যতদিন ক্ষমতায়, ততদিন আর্থিক খাতে সংস্কার’ রাঙ্গামাটিতে জলাবদ্ধতায় ১৮হাজার মানুষ : ৩দিন ধরে বন্ধ চন্দ্রঘোনা ফেরী চলাচল শেরপুরে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল — জেলাজুড়ে ক্ষোভ নরসিংদী শহর সমাজসেবা কার্যালয়: দুর্নীতির আখড়া নাকি জনসেবার বাতিঘর? রাজশাহীতে ১২ টি প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা অসিফ মাহমুদ কুড়িগ্রামে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করলো ভ্রাম্যমান আদালত
পাবনার ভাঙ্গুড়ায় বেহাল সড়কে চরম দুর্ভোগ

পাবনার ভাঙ্গুড়ায় বেহাল সড়কে চরম দুর্ভোগ

পাবনা প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার গুরুত্বপূর্ণ একটি সড়ক- কলেজপাড়া থেকে মাস্টারপাড়া পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে চরম অবহেলার শিকার। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, যা সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে পরিণত হয়ে চলাচল সম্পূর্ণ দুর্বিষহ করে তুলছে। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এমন ভগ্নদশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা।
জানা গেছে, এই সড়কটি শুধু ভাঙ্গুড়া পৌরসভার বাসিন্দাদের জন্যই নয়, বরং উপজেলা পরিষদ, থানা, হাটবাজার, হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদরের সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রধান রুট। অষ্টমিষা, খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষ।
পথচারী মিনু রহমান খান বলেন, এই রাস্তায় হাঁটতে গেলে পা আটকে যায়, পিছলে পড়ে আহত হচ্ছি। স্কুল-কলেজে যেতে খুব কষ্ট হয়।
গাড়ি চালক মধু হোসেন জানান, গর্তে চাকা পড়ে প্রায়ই গাড়ি নষ্ট হচ্ছে। এতে ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি খরচও বাড়ছে।
স্থানীয়রা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে কোনো স্থায়ী সংস্কার না হওয়ায় জনজীবনে মারাত্মক প্রভাব পড়ছে। তারা অবিলম্বে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন।
ভাঙ্গুড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার বলেন, সড়কটির অবস্থা সম্পর্কে আমরা অবগত। জনগণের দুর্ভোগ লাঘবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com