টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্স চত্বরে চাঁদাবাজি ও ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
এলেঙ্গা সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনের মূল লক্ষ্য ছিল এলাকায় চাঁদাবাজি ও ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গঠন করা। বিশেষ করে মতিউয়ার গংদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ রমজান আলী সভাপতি, এলেঙ্গা প্রেসক্লাব, মোঃ মাসুদুর রহমান মিলন বাংলাদেশ সমাচার পত্রিকা ও জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সভাপতি, মো. মোজাফর আলী সাধারণ সম্পাদক এলেঙ্গা প্রেস ক্লাব, সুমন চন্দ্র ঘোষ জাগ্রত বাংলার সম্পাদক, মোঃ শরিফুল ইসলাম দোয়েল টিভির সম্পাদক, মেহেদি হাসান ছাত্র আন্দোলনের সমন্বয়ক, হ্রদয় ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আজম মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক এলেঙ্গা বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতি প্রমূখ। এছাড়াও এলেঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ও সচেতন নাগরিক।