বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে স্ত্রীর প্রতারণার শিকার হয়ে স্বামীর সংবাদ সম্মেলন স্বদেশ ইসলামী লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন এ জেড কাওছার লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা স্ত্রীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করলেন সেই নির্যাতিত অফিসার কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ লিগ্যাল নোটিশ প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ এর বক্তব্য রাজশাহীতে জাল নোটসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার জুলাইয়ের সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল প্রাইম ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রেরণ ২০২৫ সালের প্রথমার্ধে ২৪৮ কোটি ৮১ লাখ টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান
স্বদেশ ইসলামী লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন এ জেড কাওছার

স্বদেশ ইসলামী লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন এ জেড কাওছার

নিজস্ব প্রতিবেদক:

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ বীমা সংগঠক এ জেড কাওছার। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ৫১তম সভায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। ২০ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
২০০৩ সালে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমা খাতে যাত্রা শুরু করেন এ জেড কাওছার। এরপর দেশের বিভিন্ন জীবন বীমা কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ সালে স্বদেশ ইসলামী লাইফে যোগদানের পর ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সর্বশেষ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিক্ষাজীবনেও তিনি রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি অর্জনের পাশাপাশি ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সব পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন। পরে আইএবিআইটি থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় (এইচআরএম) এমবিএ ডিগ্রি লাভ করেন।

বীমা খাত দীর্ঘদিন ধরে নানা সংকটে থাকলেও তরুণ নেতৃত্বের উত্থান নতুন আশার সঞ্চার করছে। বীমা শিল্পের বিশেষজ্ঞদের মতে, তরুণ নির্বাহীরা নতুন দৃষ্টিভঙ্গি, প্রযুক্তিনির্ভর কৌশল ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিতের মাধ্যমে এই খাতকে আরও প্রাণবন্ত করতে পারবেন।
স্বদেশ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ আশা করছে, এ জেড কাওছারের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ কোম্পানির উন্নতি ও প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণ নেতৃত্বের এ ধারা দেশের বীমা খাতের সামগ্রিক উন্নয়নেও দিকনির্দেশক হয়ে উঠতে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com