শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

রায়পুরায় মোবাইল কোর্টের মাধ্যমে নিন্মমানের বিপুল পরিমাণ পানীয় পণ্য ধ্বংস

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি ফালু মিয়া:


নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা এলাকায় বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ নিন্মমানের পানীয় পণ্য জব্দ ও ধ্বংস করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পানীয় পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেসার্স প্রভাতী ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ-এ মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুনমুন পাল। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদীর উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ

প্রতিষ্ঠানটি অনুমোদন ও মান যাচাই ব্যতীত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ‘ডিভাইন পাওয়ার’, ‘ডিভাইন ড্রিংলো’, এবং ‘ডিভাইন ফ্রুটি’ নামক নকল ব্র্যান্ডে আর্টিফিশিয়াল ফ্লেভারযুক্ত পানীয় তৈরি করছিল। এছাড়াও, বিএসটিআই এর লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি অবৈধভাবে বিভিন্ন ধরনের পানীয় প্রস্তুত করে বাজারজাত করছিল এবং অনুমোদনহীনভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল।

অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক শাকিল ভুইয়াকে (২৮) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিএসটিআই আইন লঙ্ঘনের দায়ে তৎক্ষণাৎ ২৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সকল অবৈধ পানীয় পণ্য আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, নরসিংদী আঞ্চলিক অফিসের মোহাম্মদ পারভেজ মিয়া (ফিল্ড অফিসার, সিএম), মোঃ আরিফ হোসেন আসিফ (পরিদর্শক, মেট), অনিন্দ্য দে (পরিদর্শক, মেট) এবং কাজী সাখাওয়াত হোসেন মনি (পরিদর্শক, মেট)

জনস্বার্থে পরিচালিত এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং বিএসটিআই অপরাধ উদঘাটনে ও দোষীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com