সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণদের বীমায় সম্পৃক্ত করতে আইডিআরএর গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন সোনার বাংলা ইনস্যুরেন্সের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না: ইসি গার্ডিয়ান লাইফ শতভাগ ক্যাশলেস; লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে গ্রাহক আস্থা ও সুশাসনে উদাহরণ জেনিথ ইসলামী লাইফ পুড়েছে আমদানির, নিরাপদ রয়েছে রপ্তানির অংশ: বিমান উপদেষ্টা সিংড়ায় অধ্যক্ষ আনুকে বিজয়ী করতে জেলা বিএনপির মতবিনিময় সভা কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের দাবীতে মিশরিয়ানের আর্তনাদ হোমল্যান্ড ধ্বংসের মাস্টারমাইন্ড জেল খাটা ভয়ংকর শাহাদাত! সারাদেশে মহাসড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের

জয় দিয়ে মিশন শুরু করলো সাকিবদের সানরাইজার্স হায়দরাবাদ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮
  • ৪৫৮

ভিশন বাংলা ডেস্ক: এবারের আইপিএলের আসরে জয় দিয়ে মিশন শুরু করেছে সাকিবদের সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা বলতে গেলে শুরু থেকেই দাঁড়াতেই পারেনি সানরাইজার্স হায়দারবাদের বোলারদের সামনে। আইপিলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের মাত্র ১২৬ রানের স্কোরটা খুব বেশি বড় নয়। রাজস্থানের দেওয়া ছোট স্কোরের রান তাড়া করতে নেমে ধাওয়ান-উইলিয়ামসনের জুটিতে সহজ জয় পেয়ে যায় হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দারবাদের নিজেদের মাঠে রাজস্থান রয়্যালসের দেওয়া ১২৬ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই পেরিয়েছে তারা। সেটা আবার ২৫ বল হাতে রেখেই।

এবারের আসরে দলটির হয়ে খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আগের সাতটি আসর যিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেকটা সাকিবের মনে রাখার মতোই হয়েছে। আজ তার দল বড় জয় পেয়েছে। ১২৬ রানের ছোট্ট টার্গেটে ব্যাট করার সুযোগ পাননি বাংলাদেশ দলের অধিনায়ক। কিন্তু বল হাতে ছিলেন উজ্জ্বল। নিয়েছেন মূল্যবান ২টি উইকেট।

ম্যাচে দুর্দান্ত বল করেছেন হায়দরাবাদের অন্যান্য বোলাররা। এ সময়ের সবচেয়ে আলোচিত বলার আফগানিস্তানের রশিদ খান ৪ ওভারে দিয়েছেন ২৩ রান। উইকেট পেয়েছেন ১ টি। হায়দারবাদের সফলতম বোলার সিদ্ধার্থ কৌল, ৪ ওভারে ১৭ রান দিয়ে এ পেসার তুলে নিয়েছেন ২ উইকেট।

ফলাফল, ৪৮টি ডট বল দিয়ে ৯ উইকেটে মাত্র ১২৫ রান সংগ্রহ করে রাজস্থান।

এ রানে ম্যাচ জিততে চাইলে শুধু ভালো বোলিং নয়, দুর্দান্ত ফিল্ডিংও করতে হতো রাজস্থানকে। মাত্র ৬ রানে ঋদ্ধিমান সাহার বিদায়ের পর ম্যাচটা জমবে বলেই মনে হচ্ছিল। কিন্তু এর আগেই শিখর ধাওয়ানের ক্যাচ ফেলেছেন অধিনায়ক অজিঙ্কা রাহানেই ভয়ংকর ভুল করলেন। আর শূন্য রানে থাকা ধাওয়ান এ সুযোগ কি হাতছাড়া করবেন? ৯ চার ও ১ ছক্কায় ৩৩ বলেই ফিফটি ছুঁয়েছেন ভারতীয় ওপেনার। অন্যপ্রান্তে ঠান্ডা মাথায় খেলেছেন কেন উইলিয়ামসন (৩৫ বলে ৩৬ রান)।

২৫ বল আগে যখন ম্যাচ শেষ হয়েছে ধাওয়ানের তখন ৫৭ বলে ১৩ চার ও ১ ছক্কার সাহায্যে ৭৭ রান। ১২১ রানের জুটির সঙ্গী অধিনায়ক উইলিয়ামসনও ১ ছক্কার পাশাপাশি মেরেছেন ৩টি চার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com