সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও তাদের উপস্থিতির প্রতিবাদে আবারো রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় শিক্ষার্থীদের মিছিল এসে মিলিত হয় রাজু ভাস্কর্যের সামনে। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন দাবি-দাওয়া লিখিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিয়েছেন। একেএকে আরো শিক্ষার্থী সেখানে জড়ো হচ্ছে।
এ সময় শিক্ষার্থীরা ভিসি বাসভবনে হামলার বিচারের পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবী তোলেন। তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসনকে এর জবাব এবং শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে।