হাজার-লাখ-লাখ সাংবাদিকের কলমের আঘাতে তুমি ধ্বংস হয়ে যাবে, এটা নিশ্চিত। সাংবাদিক নির্যাতনকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দখলদারদের উদ্দেশ্যে বলছি — হুশিয়ার, সাবধান হও। বিবেকহীন কুমন্ত্রণা পরিত্যাগ করো। মনে রেখো, অন্যের অন্ধ প্রশ্রয়ে তুমি কখনো টিকে থাকতে পারবে না।
সত্য বলার অপরাধে কাদের হুকুমে, কীসের জোরে তুমি মানুষকে নির্যাতন করো? দেশের বিবেক, চতুর্থ স্তম্ভ—গণমাধ্যমের সৈনিকরা দেশের, জাতির ও জনগণের স্বার্থে অক্লান্ত পরিশ্রম করে; কখনো তারা নিজেরাও নিজের রক্ষার কথা ভাবেন না। তারা দেশের মানুষের মঙ্গল চায়, এমনকি জীবনের ঝুঁকি নিয়েই সংবাদ প্রচার করে থাকেন। তোমরা কি একবারও ভেবে দেখেছো—তুমি কে? তোমার সামাজিক পরিচয় কী? কতটুকু জোর তোমার? অপরাধ করে কীসের সুবিধা পাওয়া যাবে?
অপরাধীর শেষ দিনে তুমি একা পাওয়া যাবে। ধরা যাক, সমমনা কিছু বিবেকহীন অমানুষের দল ও সমাজের লোভী সওদাগরেরা তোমার সাথে দাঁড়ায় — তবুও সমগ্র সময় তুমি একা, সংগীহীন থাকবে। অনেকেই তোমাকে ছেড়ে যাবে।
ভেবে দেখ — হাজার, লাখ, কোটি সংবাদকর্মী ঐক্যবদ্ধ ও সংগ্রামী। তাদের কলমের খোঁচায় তুমিই হবে রক্তাক্ত। আর মনে রেখো, সাংবাদিকরা সবার জন্যই নিরন্তর সেবার ভূমিকা পালন করেন। তারা সত্য কথা বলেই যান—সবাইয়ের জন্য, দেশের জন্য।
অনবরত — এই লেখা চলতেই থাকবে।
লেখনী: কল্লোল আলী বাবু
সভাপতি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম (বিসিআরএফ)