সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা–মায়ের সঙ্গে অভিমানে সিংড়ায় যুবকের মর্মান্তিক আত্মহত্যা কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ: তবু মিলছে না গ্যাস রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক

প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০০৮ সালের মতো কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা থাকলে এবার তা সফল হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ এবার সজাগ রয়েছে এবং যেকোনো কারসাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০০৮ সালের মতো কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা থাকলে এবার তা সফল হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ এবার সজাগ রয়েছে এবং যেকোনো কারসাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এ সময় তিনি অভিযোগ করেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলের নামে বিএনপি সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তাঁর দাবি, এসব কর্মসূচি মূলত ভোটের মাঠে প্রভাব বিস্তারের কৌশল।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, “বিলবোর্ডে আমাদের ছবি থাকায় নির্বাচন কমিশন আমাদের শোকজ দিয়েছে। আমরা বলেছি, এটি গণভোটের প্রচারণার অংশ। কিন্তু শুধু আমাদের ছবি থাকায় ব্যবস্থা নেওয়া হলো।”

তিনি আরও বলেন, “অন্যদিকে তারেক রহমানের ছবি দিয়ে পুরো ঢাকা শহর ছেয়ে গেছে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে দেখছি না।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশনের এমন আচরণে সমতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, নির্বাচনী পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হলে সব রাজনৈতিক দলের ক্ষেত্রে কমিশনকে একই মানদণ্ডে ব্যবস্থা নিতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com