সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফুটবলের এক সময়ের মাঠ কাঁপানো উইঙ্গার মনোয়ার হোসেন মনু আর নেই। আজ শুক্রবার দুপুর ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
দীর্ঘদিন ধরে তিনি লিভার সমস্যায় ভুগছিলেন।
উল্লেখ্য, আশির দশকের মাঝামাঝি সময়ে ঢাকাই ফুটবলে আবির্ভাব মনুর। বর্ণাঢ্য ফুটবল জীবনে ১৯৮৬ সালে আবাহনীর বিপক্ষে প্রায় মাঝমাঠ থেকে দুর্দান্ত এক গোল করে আবাহনীকে হারিয়ে টানা তিন মৌসুম পর লিগ শিরোপা ঘরে তুলেছিল মোহামেডান। ১৯৮৭ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় চীনের গোয়াংডং ক্লাবের বিপক্ষে বাংলাদেশ সাদা দলের হয়ে তাঁর আছে আরও একটি দুর্দান্ত গোল। ১৯৮৭ সাল পর্যন্ত মোহামেডানে খেলেন।
পরের বছর চলে যান ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবে। ইনজুরিতে জর্জরিত হওয়ায় এরপর আর ক্যারিয়ার টেনে নিতে পারেননি ঢাকাই ফুটবলের এক সময়ের এই উজ্জ্বল নক্ষত্র।