মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

আফগানিস্তান ও উইন্ডিজ সফরের প্রাথমিক দল ঘোষণা শনিবার

আফগানিস্তান ও উইন্ডিজ সফরের প্রাথমিক দল ঘোষণা শনিবার

ক্রীড়া ডেস্ক: কয়েকদিন আগেই শেষ হয়েছে ঘরোয়া লিগের ব্যস্ততা। আপাতত নেই কোন আন্তর্জাতিক ম্যাচও। যে কারণে ক্রিকেটাররা রয়েছেন বিশ্রামে। তবে সেটা বেশিদিন হচ্ছে না তাদের। কেননা আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে ১৩ মে থেকে শুরু হচ্ছে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমদের অনুশীলন ক্যাম্প। তার আগে আগামী শনিবার ঐ দুই সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

এফটিপি অনুযায়ী মার্চ-এপ্রিলে ছিল বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। কিন্তু ক্যারিবীয়দের বিশ্বকাপ বাছাই পর্ব আর টাইগারদের নিদাহাস ট্রফির ব্যস্ততার কারণে দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি নির্ধারিত জুন-জুলাইয়ে।

প্রায় ৪৮ দিনের ক্যারিবীয় মিশনে ২টি টেস্ট ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরআগে আফগানিস্তানের বিপক্ষে ভারতের মাটিতে তিনটি টি-টোয়েন্টি খেলবে সাকিব আল হাসানের দল।

বৃহস্পতিবার বিসিবি মিডিয়া লাউঞ্জে সংবাদ মাধ্যমকে ঐ দুই সফরের দল ঘোষণার সময়সূচি জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের অপারেশন্স ম্যানেজার দেরাদুন (ভারত) গিয়েছেন। উনি ফিরলে আশা করি তিন দিনের ম‌ধ্যেই আমরা সবকিছু জানাতে পারবো।’

জুনে আফগান সিরিজ শেষে পরের মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। এর আগে অনুশীলন ক্যাম্প নিজেদের প্রস্তুত করবে টাইগাররা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com