বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ : আহত ১

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৫৫৬

নিজস্ব প্রতিবেদকরাজধানীর সদরঘাটে গ্রিনলাইন ওয়াটার ওয়েজের একটি লঞ্চের সঙ্গে এমভি সাব্বির-২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন গ্রিনলাইন লঞ্চের এক যাত্রী।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে বুড়িগঙ্গা ব্রিজ সংলগ্ন শ্যামবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই বিআইডব্লিউটিএ এবং নৌপুলিশের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে বলে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান।

সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক জানান, গ্রিনলাইনের নৌযানটি সকাল ৮টার দিকে লালকুঠি ঘাট থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়। ঘাট ছাড়ার কিছুক্ষণ পর চাঁদপুর থেকে আসা এমভি সাব্বির-২ এর সঙ্গে লঞ্চটির মুখামুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে  এমভি সাব্বিরের গলুই গ্রিন লাইনের ভেতরে ঢুকে যায়। এতে গ্রিন লাইনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং এক যাত্রী আহত হন। আহত ওই যাত্রীকে মিডফোর্ড হাসপাতালে পাঠিয়ে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্রিনলাইন ওয়াটার ওয়েজের ওই নৌযানে ৩ শতাধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর যাত্রা বাতিল করে তাদের ঘাটে নিয়ে আসা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com