সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: প্রথম ৮ ম্যাচে জয় মাত্র দুটি। আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে পড়ার শঙ্কাটা ভালোমতোই পেয়ে বসেছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। এর পর কী দারুণভাবেই না ঘুরে দাঁড়াল বর্তমান চ্যাম্পিয়নরা, জিতল পরের ৩ ম্যাচেই! কাল কলকাতা নাইট রাইডার্সকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এসেছে রোহিত শর্মার দল।
ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ইশান কিশানের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র ২১ বল খেলে ৫টি বাউন্ডারি আর ৬টি ছক্কায় ৬২ রানের টর্নেডো ইনিংস খেলেন কিশান। এ ছাড়া সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মা দুজনই খেলেন ৩৬ রানের দুটি ইনিংস।
জবাব দিতে নেমে মুম্বাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কারণে কোণঠাসা হয়ে পড়ে কেকেআর। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে তাদের। ক্রিস লিন আর নিতিশ রানা- দুজনই খেলেন সর্বোচ্চ ২১ রান করে দুটি ইনিংস। ১৮ রান করেন টম কুরান। রবিন উথাপ্পা আউট হন ১৪ রান করে এবং ১১ রান করেন পীযুষ চাওলা।
মুম্বাইয়ের হয়ে ২ উইকেট করে নেন দুই ভাই হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া। ১ উইকেট করে নেন মিচেল ম্যাকক্লেনঘান, জসপ্রিত বুমরাহ, মায়াঙ্ক মার্কান্দে এবং বেন কাটিং।