সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: এবারের আসরে অন্য দলগুলোর শেষ চারে উঠার প্রতিযোগিতা থাকলেও চেন্নাই ও হায়দ্রাবাদের হিসেব অন্য রকমের। কে কাকে ছাড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তাদের প্রতিযোগিতা সেখানে।
এবারের আসরে নিজেদের ১২ তম ম্যাচে খেলতে নেমেছে তারা। আর সেখানে আম্ভাতি রাইডুর সেঞ্চুরিতে সাকিবের হায়দ্রাবাদকে ৮ উইকেটের বড় ব্যাবধানে হারিয়েছে তারা। তবে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে হায়দ্রাবাদ। ১২ ম্যাচে ৯ জয়ে তাদের পয়েন্ট ১৮। আর সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চেন্ন্াই রয়েছে দি¦তীয় স্থানে।
আজ শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭৯ রান তোলে হায়দ্রাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস আসে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। এছাড়া কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৫১ রান। সাকিব ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে শেন ওয়াটসন ও আম্ভাতি রাইডুর ব্যাটিং তান্ডবে শুরু থেকেই জয়ের পথেই ছিলো তারা। ওয়াটসন ৩৫ বলে ৫৭ রানে রান আউটের শিকার হয়ে ফিরলেও সেঞ্চুরি নিয়ে মাঠ ছাড়েন রাইডু। সাকিব বল হাতে
৪ ওভারে ৪১ রান দিলেও কোন উইকেট পাননি।